কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, পিআর কি এটা খায় না গায়ে দেয় তা অনেকে জানেনা। পিআর পদ্ধতি মানে আপনি ভোট দিবেন নোয়াখালী, এমপি হবেন পার্বত্য চট্টগ্রাম বা উত্তরবঙ্গের কোন নেতা। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোকাবাজি।

মঙ্গলবার(২ সেপ্টেম্বর) বিকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী চৌমুহনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

বরকত উল্যাহ বুলু আরো বলেন,কিছু দল পিআর পদ্ধতিতে ভোট চায় কারণ তারা জনগনের কি হবে সেটা ভাবেনা। আপনি এলাকার যাকে ভোট দিবেন, তিনি এমপি নির্বাচিত হয়ে আপনার সুখে দু:খে থাকবে, আপনিও বিপদে আপদে তার সহযোগীতা পাবেন।সুতরাং জনগণ পিআর নয়, প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। 
এ সময় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ,পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলমসহ অনেকে।পরে চৌরাস্তা থেকে চৌমুহনী পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী  নিয়ে বর্ণাঢ্য র‍্যালি হয়।