নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিগনের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বাদ আছর উপজেলা জামায়াতের আয়োজনে আল-ফালাহ্ জামায়াত অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা জামায়াতের আমীর মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি  মোঃ মায়াম্মার আল হাসানের সঞ্চালনায় 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা সহকারী সেক্রেটারী এডভোকেট আলফারুক আব্দুল লতিফ। নীলফামারী জেলা জামায়াতের সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা নায়েবে আমীর মোঃ কামরুজ্জামান, পৌর জামায়াতে আমীর মাওলানা মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে সঠিক নেতৃত্ব বাছাই করা আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য।