ধর্ষক এবং ধর্ষণের ঘটনায় জড়িত সকলের শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সম্মুখে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এসময় চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আরো একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয়। জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিন করে। উপস্থিত বক্তারা জানান, বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। ফলস্বরূপ আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে রয়েছে। একের পর এক দেশে নারী ধর্ষণের ঘৃণ্য ঘটনায় চরম উদ্বেগের দেখা দিয়েছে। যার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা কোন ভাবেই এড়াতে পারেন না। তাই অবিলম্বে তার পদত্যাগ ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।