জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ তম ব্যাচের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক বৃক্ষ রোপন করা হয়েছে।শুক্রবার (২৪ মে) বিকেল ৫ টায় এ কর্মসূচি পালন করে তারা। এসময় ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৫০ তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান মিশকাত বলেন, " আমাদের ব্যাচের ২য় বর্ষ পূর্তির দিনকে স্মরণীয় রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি। বর্তমানে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। শুধু গাছ লাগানোতেই সীমাবদ্ধ থাকলে চলবে না, তার সঠিক পরিচর্যাও করতে হবে। ক্যাম্পাসে আমরা বনজ, ঔষধী ও ফলজের প্রায় শতাধিক বৃক্ষ রোপন করেছি। এগুলোর যাতে যথাযথ পরিচর্যা হয় আমরা সে বিষয়েও খেয়াল রাখবো।"
এছাড়াও ৫০ তম আবর্তনের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মুন্না গাজী বলেন,"আমাদের আজকের এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আমাদের এই ক্যাম্পাসের সবচেয়ে বড় সৌন্দর্য এই বৃক্ষ। আর বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। "
উল্লেখ্য , ৫০ তম ব্যাচের ২য় বর্ষপূর্তি উপলক্ষে (২৪ ও ২৫ মে) দুইদিন ব্যাপী সংস্কৃতি অনুষ্ঠানসহ আরও বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়। প্রথম দিন ২৫ মে আজ বিকাল চারটায় ৫০ তম ব্যাচের ফ্ল্যাশ মুভ অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন শুরু হয়। এরপরে থাকে ফটো সেশন এবং বৃক্ষরোপণ কর্মসূচি। আগামীকাল ২৫শে মে থাকছে সাংস্কৃতি অনুষ্ঠান।