জামালপুরে 'একটি অরাজনৈতিক ও সার্বজনীন সামাজিক আন্দোলন' স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে দুর্নীতির বিরুদ্ধে জামালপুর

জামালপুরে 'একটি অরাজনৈতিক ও সার্বজনীন সামাজিক আন্দোলন' স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে দুর্নীতির বিরুদ্ধে জামালপুর। 

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আজ মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। আজ  দুপুরে শহরেরে ফৌজদারি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে দুর্নীতির বিরুদ্ধে জামালপুরের উদ্যোক্তা নূরনবী ইসলাম নূরের সভাপতিত্বে পর্ষদ সদস্য রাহাত পর্ষদ, শাকিল হাসান, রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, এদেশের মানচিত্র মুছে ফেলার জন্য দুর্নীতিই যথেষ্ট, দুর্নীতি জাতির সার্বভৌমত্ব ও স্বাধীনতায় আঘাত হানে। জামালপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্স না দেখানো হয় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি নেয়া হবে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের হাতে জামালপুর জেলার সকল পর্যায়ের দুর্নীতি নির্মূলকরন এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান করা হয়।