জামালপুরে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। এতে সমিতির সভাপতি, সাধারন সম্পাদকসহ নেতারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন- গতকাল দুপুরে ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আদালতে এসে আইনজীবীদের উপর হামলা করে। এতে আহত হোন বেশ কয়েকজন আইনজীবী। কয়েকজন ছাত্রের অযৌক্তিক দাবি মেনে না নেয়ায় আদালতে বিচার ব্যবস্থাকে ব্যাহত ও বিচার অঙ্গনকে কুলোষিত করার জন্য এই হামলা হয়েছে বলে দাবি আইনজীবীদের। তাই অতি দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।