জামালপুরে বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

জামালপুরে  বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর প্রতিবাদে একই স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
বেলা ১২টা থেকে টাঙ্গাইল বাস স্ট্যান্ড মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ পালন করা হয়। 
তিন ঘন্টার বেশি সময় অবরোধ থাকায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি- জামালপুরে  রাজিব বাসের কারনে প্রান হারাচ্ছে অনেকে। তাই রাজিব বাস বন্ধের দাবি জানান তারা। এছাড়াও পুরো জেলায় বাস সার্ভিস সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা।
তবে শ্রমিকদের দাবি- আলোচনার জন্য ডাকা হলে উল্টো মারমুখী অবস্থানে যায় ছাত্ররা। এতে আহত হয় এক শ্রমিক। তাই নিরাপত্তার স্বার্থে সারা জেলার সকল বাস-মিনিবাস ও সিএনজি চলাচল বন্ধ ঘোষনা করে তারা।
বেলা তিনটার দিকে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এছাড়াও বাস চলাচল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করার কথা জানিয়েছে পুলিশ।