জামালপুরে সারাদেশে ধর্ষণ, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।   দুপুরে শহরের পাঁচ রাস্তা মোড় ও আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।   প্রতিবাদ সভা ও মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজ ও ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।   তারা বলেন, ধর্ষণের মামলায় বিচার কাজে দীর্ঘ সময় চলে যায়। এতে আইনের বেড়াজালে ভুক্তভোগী বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তাই বিচার কাজ দ্রুত সম্পন্ন করে দোষিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে দেশ থেকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ নির্মুল করা সম্ভব হবে।  প্রত্যাকটি ধর্ষণের ঘটনায় দ্রুত সময়ে সুষ্ঠু বিচার দাবি করেন তারা।