অদ্য ইং ১/৩/২৫ তারিখ দুপুর ১২:১০ জেলা গোয়েন্দা শাখা ঝালকাঠি এর চৌকস একটি টিম মাননীয় পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভাধীন কৃষ্ণ কাটি সাকিনের পেট্রোল পাম্প মোড়ে জনৈক নুরুল ইসলামের ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামি আল আমিন হাওলাদার(৩৬) পিতা আঃ গনি হাওলাদার সাং উত্তর কেস্তাকাঠি, ৭ নং ওয়ার্ড ঝালকাঠি পৌরসভা ,থানা ও জেলা ঝালকাঠিকে ১০০০ (এক হাজার )পিস অবৈধ মাদক ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পরিক্রিয়াধীন আছে।