যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতাকর্মীদের যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে পারবাজার 'পূর্বাশা ডায়াগনস্টিক কমিউনিটি সেন্টারে' আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি।

 সভার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন,গুরুত্বপূর্ণ এই সভায় দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যূভিত্তিক আলোচনায় বিশেষ গুরুতারোপ করা হয়। সাংগঠনিক কর্মতৎপরতা ও ঐক্যজোরদারে আলোচনায় বিশেষ গুরুত্বপায়।

 সংগঠনের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের কর্তব্যকরণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরা হয়।

 দলের শৃঙ্খলা পরিপন্থী যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেয়া হয়।

নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ভিজিডি, ভিজি এফ, বয়স্ক, বিধবাসহ যেকোনো ধরনের ভাতা, হাটঘাট-বিলবাওর, জমি-জায়গা দখল , সন্ত্রাসী কর্মকাণ্ড'র সাথে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন,সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম,যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তারসহ 

সভায় ১১ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক , যুগ্ম- সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ,  যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,উপজেলা কৃষকদল, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর ও  কলেজ ছাত্রদলের ৫জন করে সভায় অংশগ্রহণ করেন ।