টাঙ্গাইলের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং খাল-বিল ও জলাধার দূষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে  টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্যগন ।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) পৌর শহরের নিরালা মোড় শহিদ মিনারের সমনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন—সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শত বছরের ইতিহাস ঐতিহ্য রয়েছে  টাঙ্গাইল জেলায় যা আজ দখলদার বাহিনীর কবলে। 
টাঙ্গাইলে রয়েছে  ঐতিহ্যবাহী করটিয়া জমিদার পরিবারের ইতিহাস রয়েছে আতিয়া মসজিদ রয়েছে মহেরা জমিদার বাড়ি । 
নদী নালা বিল ও হিন্দুসম্প্রদায়ের মন্দির। 
এই গুলো আমাদের জেলার গর্ব এই গুলো রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব। 

একই সাথে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যামাপদ খাল, ভাসানী হল ও ব্রাহ্ম সমাজের মন্দিরসহ হারিয়ে যাওয়া ও দখল হওয়া সকল ঐতিহ্য রক্ষার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন—টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য, 
কবি ও সাংবাদিক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, নাগরিক অধিকার সুরক্ষার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য, সদস্য ফরহাদ হোসেন, এবং পরিবেশবিদ ফজলে সানি।