ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভন্ডুলের চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
আজ সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “ডাকসু নির্বাচনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। কেউ যদি নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ডিএমপি কমিশনার আরও বলেন, ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, সকলে মিলে কাজ করলে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়ে মতামত প্রদান করেন।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, সহযোগী রিটার্নিং অফিসারগণ, ছাত্র প্রতিনিধিরা, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস এবং সরকারের অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।