আজ রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত উপ-পুলিশ কমিশনার থেকে শুরু করে এএসআই পদমর্যাদার মোট ৪০ জন পুলিশ সদস্য অংশ নেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় দক্ষ প্রশিক্ষক তৈরি করা, যারা পরবর্তীতে ডিএমপির প্রায় ৩১ হাজার সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার মো. আবুল কালাম আযাদ ও যুগ্ম পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) রওনক আলম।
প্রধান অতিথি সুলতানা নাজমা হোসেন প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের আহ্বান জানান, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে। বিশেষ অতিথিরা পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণের সেবায় ডিএমপির ভূমিকা আরও জোরদার করার উপর আলোকপাত করেন। সভাপতি রওনক আলম প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানিয়ে কোর্সটির সফলতা কামনা করেন।
ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সটি জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতির ব্যবহার এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।