ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছেন ময়মনসিংহের বিভিন্ন শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা।
বুধবার (১৪ মে) দুপুরে শহরের গাঙ্গীনাপাড় এলাকায় ছাত্রদলের ব্যানারে এ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
ঢাবি. শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন ও হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য তারা জোর দাবি জানান।
প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে
উপস্থিত বক্তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে দুর্বৃত্তরস পরিকল্পিতভাবপ ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, এই ঘটনাটি খুবই ন্যাক্কারজনক।
এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা তারা। শাহরিয়ার আলম সাম্যকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, এই ঘটনাটি খুবই ন্যাক্কারজনক।