সিরাজগঞ্জের তাড়াশের বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ২ লাখ নগদ টাকা, স্বর্ণালংকার, ৫টি ছাগল, হাঁস মুরগী, আসবাবপত্রসহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ৭ টি কৃষক পরিবারের প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের ৯নং ওর্য়াডের বিন্নাবাড়ি গ্রামে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বসত ঘরসহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
গ্রামবাসি সূত্রে জানা গেছে, উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তার প্রামানিকের ছেলে আলম প্রামানিকের বসত ঘরের বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে আগুন সুত্রপাত হয়। মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশে আরও ৬ টি বসতঘর ও পুড়ে যায়। অগ্নিকান্ডে ওই ৭ টি বসত ঘরে থাকা প্রায় ২ লাখ নগদ টাকা, স্বর্ণালংকার, ৫টি ছাগল, হাঁস মুরগী, আসবাবপত্রসহ ঘরের মালামাল পুড়ে ছাই যায়।
সগুনা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আশরাফ আলী বলেন, অগ্নিকান্ডে ৭টি বসত ঘরসহ ঘরের সকল জিনিসপত্র পুড়ে গেছে। এতে ওই পরিবার গুলোর প্রায় ৩০ থেতে ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা দেয়া হবে বলে জানান ঔ সদস্য।