৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার বেলা ১১:৩০ মিনিটে দিনাজপুর প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ (জিওপি), দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে বক্তারা সম্প্রতি ২৯ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের সময় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপর পুলিশ ও সেনা সদস্যদের ‘ন্যাক্কারজনক হামলার’ তীব্র নিন্দা জানান। ওই হামলায় নূরের পাশাপাশি ছাত্রনেতা সাদ্দাম, নাজমুনসহ আরও অনেকে মারাত্মকভাবে আহত হন।

 

বক্তারা বলেন, "জুলাই অভ্যুত্থানের পর ২৪ জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের উপর এ ধরনের অমানবিক হামলা অগ্রহণযোগ্য।" তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ ইউনুস ইতোমধ্যে হামলার ঘটনার তদন্তে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করেছেন।

 

তবে বক্তারা দাবি করেন, জনাব নুরুল হক নূরের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাঁকে বিদেশে পাঠানো জরুরি। তারা বলেন, “এই হামলার দায় সরকার এড়াতে পারে না। তাঁর চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকারকেই বহন করতে হবে।”

 

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, জাতীয় পার্টি একটি 'ফ্যাসিবাদী সহযোগী দল' হিসেবে কাজ করছে এবং তারা অতীতের মতো এবারও আওয়ামী লীগকে নির্বাচনে সাহায্য করতে চায়। বক্তারা বলেন, “জাতীয় পার্টি সহ সকল স্বৈরাচার-সহযোগী দলের নিবন্ধন বাতিল করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, যাঁর প্রত্যক্ষ মদদে এই হামলা হয়েছে।”

 

গণঅধিকার পরিষদের নেতারা জানান, তারা সহিংসতার পক্ষে নয়, তবে সরকার যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে ভবিষ্যতে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

 

সংবাদ সম্মেলনের শেষে বক্তারা বলেন, “জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার।”