রাজশাহী দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৬শে মার্চের প্রস্তুতি ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করুন ৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দুর্গাপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রাম আদালতের বিচারের কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া গ্রাম আদালতের গুরুত্ব এবং প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবরিনা শারমিন এর সভাপতিত্বে, সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমীন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মাদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, ঝালুকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজেনা উপস্থিত ছিলেন।