নারায়নগঞ্জের রূপগঞ্জে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের রূপগঞ্জ নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) বিকেলে উপজেলার তারাবো পৌরসভা এলাকায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন তারাবো পৌর কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে এ সভার অয়োজন করা হয় বলে জানায় আয়োজকরা।
এ সময় ট্রাক চালক ইউনিয়ন তারাবো শাখার সভাপতি মোঃ আউয়াল নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব , তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব আহমেদ তারপর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাবীর প্রধান সহ উপজেলার অনেক নেতা কর্মীরা।
পরে নতুন কমিটির নেতা কর্মীদের পরিচিত সভা ,মিলাদ ও তাবারোক বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।