নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্ধিত কর বাতিলের দাবিতে আজ রবিবার সকাল ১০ ঘটিকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকার আঁটি,ভূমিপল্লী ও হাউজিং এলাকা সহ আশেপাশের প্রায় শতাধিক মানুষ।মানববন্ধনে বক্তারা বলেন-মেয়র এর কাছে আমরা আবেদন জানাচ্ছি,এই অস্বাভাবি কর বাতিল করে আমাদের পূর্বের কর যেন বহাল রাখেন।আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সকল সুযোগ-সুবিধা পাই না।
বাংলাদেশের কোন সিটি কর্পোরেশন এভাবে কর বৃদ্ধি করে না,কিন্তু আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কর অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে।যা আমাদের ওপর অনেকটা বোঝা বা জুলুমের মতো।আমরা এলাকাবাসী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অস্বাভাবিক কর আর সহ্য করতে না পেরে আজ এই মানববন্ধন কর্মসূচী পালন করছি।এলাকাবাসী বলেন-তাদের এলাকায় পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো না,সড়কে বাতি জ্বলে না,মহামারীর ডেঙ্গুর প্রকোপ চলা অবস্থাতেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মশক নিধন ঔষধ ব্যবহার করতে দেখা যায় না।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকাবাসীর দাবি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যেন সকল নাগরিক সুযোগ-সুবিধা সুনিশ্চিতসহ বর্ধিত কর বাতিল করেন।