‎দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী।

‎গতকাল শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় কাউন্সিল নির্বাচন। এতে জেলার ১০টি উপজেলা ও ৫টি পৌরসভা মিলে মোট ১,৫১৫ জন কাউন্সিলার ভোটাধিকার প্রয়োগ করেন।

‎সভাপতি পদে ডা. আনোয়ারুল হক (ছাতা প্রতীক) ১,২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহফুজুল হক (চেয়ার প্রতীক) পেয়েছেন ২১১ ভোট।

‎অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ড. রফিকুল ইসলাম হিলালী (মাছ প্রতীক) ৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি প্রতীক) পেয়েছেন ৭২১ ভোট এবং প্রার্থী এস এম মনিরুজ্জামান দুদু পেয়েছেন ১৮ ভোট।

‎ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।