নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের ২০২১-২০২২ সেশনের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত সানজিদা এবং রাবেয়া হোসাইন প্রথমবারের মতো SCLS National Law Olympiad 2025-এ অংশগ্রহণ করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত এ ল অলিম্পিয়াডে সারাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৮০টি দলের আবেদন থেকে ৪০টি দলকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত দলের তালিকায় স্থান করে নেয় নোবিপ্রবি আইন বিভাগ। প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা প্রথম তিনটি রাউন্ড সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, যা আইন বিভাগের জন্য এক গৌরবময় সাফল্য।

দলটির নেতৃত্ব দেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নৌরি-ই-ত্বাহা। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে আরও তিনজন শিক্ষার্থী অবজারভার হিসেবে অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন।

প্রথমবার কোনো জাতীয় পর্যায়ের ল অলিম্পিয়াডে অংশ নিয়ে নোবিপ্রবি আইন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।