ফেনী জেলা পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের আওতাধীন গ্রাহকগণ এপ্রিল'২৫ এর বিদ্যুৎ বিল বাতিল করে পুনঃসমন্বয়ের দাবি করেছেন।
আজ সোমবার, ১২ মে বিকালে ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্টে 'পল্লী বিদ্যুতের সংক্ষুব্ধ সচেতন গ্রাহক সমাজের' ব্যানারে আয়োজিত এক গ্রাহক সমাবেশ ও মানববন্ধনে এই দাবি করা হয়। এতে বলা হয় এপ্রিল'২৫ এর বিল বিগত মাসের তুলনায় অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ এবং সন্দেহজনক। যেখানে অন্যান্য মাসের সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে সেখানে সাধারণ বিলের চেয়ে এপ্রিলে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে অন্তত ৩ গুণ, কোথাও ৫ গুণ।
পোগ্রামে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শরিফুল ইসলাম শিশিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাগলনাইয়া শাখার প্রতিনিধি মোঃ মিরাজ হোসাইন, ব্যবসায়ী আনোয়ার হোসেন মজুমদার, ছাত্রনেতা জেবল পোদ্দার প্রমুখ।
গ্রাহক সমাবেশ ও মানববন্ধনের অন্যতম আয়োজক এবং স্বেচ্ছাসেবী এমদাদুল হক'র সঞ্চালনায় উপস্থিত বিক্ষুব্ধ সাধারণ গ্রাহকগণ নিজেদের বিলের কাগজ প্রদর্শন করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজ হোসাইন এমন ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, "৫ আগস্টের পর জনগণের মাঝে অধিকার আদায়ে রাজপথে নেমে আসার যে ধারা সৃষ্টি হয়েছে সেটি অব্যাহত থাকুক।"
আগামী কর্মসূচি বিষয়ে এমদাদুল হক বলেন, অনতিবিলম্বে পল্লী বিদ্যুৎ এপ্রিল'২৫ এর প্রশ্নবিদ্ধ বিল বাতিল করে আগামী মাস গুলোর সাথে সমন্বয় করতে হবে। এমন অযৌক্তিক তারতম্যের পেছনে কাদের কি উদ্দেশ্য সেটি বের করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
আর যদি দাবি আদায় না হয়, তবে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচিরও হুমকি দেন তিনি।