যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেছেন, প্রতিটি ক্ষেত্রে নাগরিক সেবা নিশ্চিত করতে হলে সঠিক ও নির্ভুল জন্ম-মৃত্যু সনদ থাকা অত্যাবশ্যক

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেছেন, প্রতিটি ক্ষেত্রে নাগরিক সেবা নিশ্চিত করতে হলে সঠিক ও নির্ভুল জন্ম-মৃত্যু সনদ থাকা অত্যাবশ্যক। এ ব্যাপারে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন,৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির আগে অর্থ পাচারকারীরা দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে তিনি বলেন, দুষ্ট লোকের মাথার উপর কালো মেঘ। তাদের প্রতি অনুভূতি দেখানোর সুযোগ নেই।যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বৃহস্পতিবার সকালে(১৩মার্চ) ঝিকরগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ' শতভাগ জন্ম ও মৃত্যুসনদ' বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বহুতল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রুপালী সরকার।
প্রধান অতিথি আরও বলেন, বিগত ছয় মাস আগে দেশথেকে অর্থপাচার রোধ করায় সামষ্টিক অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশের মানুষ ভালো থাকবে। দেশের চিত্র পাল্টে যাবে।এজন্যে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসক যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক ও স্থিতিশীল রাখায় পুলিশের প্রতি আস্থা রেখে তাদেরকে সহযোগিতার করার আহ্বান জানিয়ে আরো বলেন, পুলিশ ভাল কাজ করছে তাদেরকে আরও সহযোগিতা করা দরকার।
জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম আরো বলেন, সরকারের প্রতিটি প্রতিষ্ঠান অত্যন্ত শক্তভাবে কাজ করছে। যারা সংশোধন হবেন না তাদের জন্য কালো মেঘ অপেক্ষা করছে বলে কঠোরসতর্ক করেছেন তিনি।
 জন্মমৃত্যু ও ওয়ারিশসনদ নিবন্ধনের পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ করণ প্রসঙ্গ টেনে তিনি এ ব্যাপারে প্রত্যেক নাগরিক বা অভিভাবকদের আরো সচেতন হতে হবে বলে বিশেষ গুরুত্বআরোপ করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, ঝিকরগাছা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম। উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ মইনুল ইসলাম,বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন, গ্রাম পুলিশ ইউনুস আলী প্রমুখ।