পাটুয়াখালীর বাউফ‌লে উর্মি আক্তার(১৫) এক কি‌শোরীর মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। গতকাল শ‌নিবার সকাল সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখা‌লি-নুরাইনপাশা খালের হাওলাদারবা‌ড়ি এলাকা‌ থে‌কে ওই মর‌দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই কি‌শোরীর উপ‌জেলা সদর ইউনিয়‌নের গো‌সিংগা গ্রা‌মের নজরুল বয়া‌তির মে‌য়ে।

নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা‌গে‌ছে, গত বৃহস্প‌তিবার দিবাগত রাত ২টার দি‌কে প্রকৃ‌তির ডা‌কে সাড়া দি‌য়ে ঘ‌রের বা‌হি‌রে যান উর্মি। অ‌নেকক্ষণ হ‌য়ে গে‌লে প‌রিবা‌রে লোকজন তা‌কে খুজ‌তে বাথরু‌মে যান। বাথরু‌মে তা‌কে না পে‌য়ে সবাই এদিক সে‌দিক খোজাখু‌জি শুরু ক‌রে। নি‌খো‌ঁজের ৩‌দিন পর গতকাল শ‌নিবার সকা‌লে কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখালি খা‌লে ভাসমান লাশ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেন। খবর পে‌য়ে পু‌লিশ ও নিহ‌তের প‌রিবা‌রের লোকজন ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে। 

নিহ‌তের বাবা নজরুল জানান, অ‌নেক খোঁজার পর না পে‌য়ে পু‌লি‌শের কা‌ছে জি‌ডি কর‌তে যান তি‌নি। কিন্তু পু‌লিশ নিহ‌তের প‌রিবা‌রের কোন অ‌ভি‌যোগ গ্রহণ ক‌রেন‌নি। 

নিহ‌তের মামা সবুজ তালুকদা‌রের দা‌বি ওই মে‌য়ের সা‌থে স্থানীয় এক ছে‌লের সম্পর্ক ছিল। ত‌বে ছে‌লের প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রেন‌নি তি‌নি।

এবিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সরকার ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ময়না তদ‌ন্তের পর নিশ্চিত হওয়া যা‌বে। ঘটনার সা‌থে কেউ জ‌ড়িত‌ থাক‌লে দ্রুত আইনের আওতায় আনা হ‌বে।