পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছালাম খোন্নার (৬০) নামের একজন বৃদ্ধকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। ওই শিশুকে ধর্ষণের সময়ের একটি ভিডিও মনিংপোস্ট নিউজের হাতে এসেছে। গ্রেফতার অভিযুক্ত বৃদ্ধ উপজেলার নাজিরপুর ইউনিয়নের মৃত ধলু খোন্নারের ছেলে। গতকাল শনিবার (০৬এপ্রিল) রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগীর শিশুর সরলতার সুযোগ নিয়ে তাকে নাতি ডেকে খেলা শেখানোর নামে নিয়মিত যৌন নির্যাতন করতেন অভিযুক্ত ছালাম। গতকাল ঘটনাটি জানাজানি প্রকাশ্যে চলে আসে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবার সন্ধ্যায় পুলিশের কাছে অভিযোগ করেন। এবং রাতেই অভিযান চালিয়ে বৃদ্ধকে আটক করা হয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।