পটুয়াখালীর বাউফলে সাইদুল ইসলাম ওরফে শুভ (১৫) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

পটুয়াখালীর বাউফলে সাইদুল ইসলাম ওরফে শুভ (১৫) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার  (১৭অক্টোবর) উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট সড়কে এই হামলার ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী শুভ বাউফলের হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তিনি কালাইয়া ইব্রাহীম গফুর হাসপাতাল সড়কের চৌকিদার বাড়ির মহাসিন চৌকিদারের ছেলে।আহত শিক্ষার্থী শুভ'র বাবা জানান, তার বোনের ছেলে তামিম শিকদারের (১৮) একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সকালে তার বড় ছেলে ইমরান চৌকিদারের (২২) সাথে স্থানীয় বখাটে হিসেবে পরিচিত আলভি (১৭)  ও তার সহযোগীদের বাকবিতন্ডা হয়৷ এঘটনার কিছুক্ষণ পরে শুভ তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাইর সাথে বাকবিতন্ডার জেরে শুভকে পিটিয়ে গুরুতর জখম করে লভিসহ অন্যরা। এ বিষয়ে জানতে- অভিযুক্ত আলভির মুঠোফোন নাম্বারে যোগাযোগের একাধিক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি৷ বাউফল থানার পুলিশ বলছে, শিক্ষার্থীর ওপরে হামলার বিষয়টি তাদের জানা নেই, তবুও খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে  আশ্বাস দিয়েছেন পুলিশ৷ উল্লেখ্য, অভিযুক্ত আলভী কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন বাবুর্চি'র বাড়ির চাচাতো ভাই'র ছেলে এবং কালাইয়ার  কিশোর গ্যাং গ্রুপ 'কমরেড বাহিনীর' প্রধান রিশাদের বিশ্বাস্ত সহযোগী হিসেবে সকলের কাছে পরিচিত আলভি।