তিনি বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের এক সম্ভ্রান্ত ও উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান। তাঁর পিতা শরীফ আবুয়াল কাসেম, মাতা মোসাঃ মমতাজ বেগম এর জ্যেষ্ঠ পুত্র। নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় এবং ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ছিলেন তাঁর পিতা।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক শরীফ মোঃ মনিরুল ইসলাম।

তিনি বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের এক সম্ভ্রান্ত ও উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান। তাঁর পিতা শরীফ আবুয়াল কাসেম, মাতা মোসাঃ মমতাজ বেগম এর জ্যেষ্ঠ পুত্র। নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় এবং ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ছিলেন তাঁর পিতা।

শরীফ মোঃ মনিরুল ইসলাম মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদ্রাসায় প্রায় ২০ বছর যাবৎ সুনামের সহিত শিক্ষকতা করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং  স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর এই শ্রেষ্ঠত্ব ও অর্জনের কথা জানতে চাইলে তিনি বলেন এই অর্জন আমার একার নয়। এতে আমার পরিবার, প্রতিষ্ঠান প্রধান জনাব মাওঃ মোঃ জাহিদুল হক সাহেবের অনুপ্রেরণায় আজ আমি এতদূর এগিয়েছি। এ ছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগনের অনুপ্রেরণা যুগিয়েছেন।

তাছাড়া এই অর্জনটুকু আমাদের মাদরাসা ও কেশবপুর ইউনিয়নের সকলের অর্জন। উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন, যাতে ভবিষ্যতে মাদরাসা ও এলাকার সকল সামাজিক কাজে সম্পৃক্ত থেকে বিশেষ ভুমিকা রাখতে পারেন। এছাড়া মাদরাসা শিক্ষার্থীদের মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন শিক্ষক শরীফ মোঃ মনিরুল ইসলাম।