রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার ও তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গত ৮ জুলাই ২০২৫ইং' মোঃ নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।রিমান্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার (১৩ জুলাই ২০২৫ খ্রি. ) রাত আনুমানিক ২১:১৫ ঘটিকায় বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় হাওলাদার বাড়ির পিছনে কংক্রিটের বস্তার নিচ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানা সূত্র জানা যায়,বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি খুনের শিকার হয়েছেন। ঘটনাটি গত ৮ মে ২০২৫ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় ভূঁইয়াবাড়ী ২৬ কলোনী মোড়ে পাকা রাস্তার ওপর। আনোয়ার হোসেন আনন্দনগর থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে আসামি মোঃ নূর আলম শেখ ওরফে নূরা ও তার সঙ্গীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। নূরা আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে তার পেটে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

ঘটনাস্থলে উপস্থিত জনতা আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন ২০২৫ দুপুর ১:৩৫ ঘটিকায় আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
গত ৮ জুলাই ২০২৫ তারিখে আসামি মোঃ নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার (১৩ জুলাই ২০২৫) রাত ২১:১৫ ঘটিকায় বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় হাওলাদার বাড়ির পিছনে আকবর আলীর বাড়ির পূর্ব পাশে একটি আম গাছের নীচে কংক্রিটের বস্তার নিচ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত উক্ত পিস্তলটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।