কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকায় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোবিন্দপুর বাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হোসেনপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আলম এরশাদের সঞ্চালনায় ও গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন, ওয়ার্ড বিএনপি'র সভাপতি লাল মিয়া, ওয়ার্ড বিএনপি'র নেতা আব্দুল হাই, গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা সাত্তার, সৌরভসহ ইউনিয়ন বিএনপি ওয়ার্ল্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গত ১৭ বছর শেখ হাসিনার বন্দুকের নাকের ঠকায় থেকে আন্দোলন সংগ্রাম করেছি, প্রতিটি আন্দোলনের, প্রতিটি কর্মসূচির ছবি ও ভিডিও ফুটেজ আছে। তিনি আরো বলেন বিগত দিনে মাদক মামলা খেয়েছি, যে সকল লোকেরা বিগত সতেরো বছর কোন আন্দোলন সংগ্রামী ছিল না তারা আজ বড় বিএনপি হতে চায়। নূরে আলম এরশাদ বলেন, আওয়ামী লীগের বিএনপি'র মঞ্চে ওঠার চেষ্টা করলে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিবেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কয়েকবার জেল কেটেছি। তিনি আরো বলেন, স্বৈরাচার আমলে যারা একটি আন্দোলন সংগ্রামেও অংশগ্রহণ করে নাই সেই আওয়ামী দোসরদের চিহ্নিত করতে হবে। আলোচনা সভা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়।