ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক প্রাচীণ বিদ্যাপীঠ দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ুম মৃধার জানাযার নামাজে হাজারো মানুষের উপস্থিতিতে নিজ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

৪ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজে উনার সহকর্মী, হাজার হাজার ছাত্র ও এলাকাবাসীর শরিক হন।

জানাযার নামাজের আগে উনার সহকর্মী, হাজার হাজার ছাত্র ও এলাকাবাসীর পক্ষে বেশ কয়েকজন স্মৃতিচারণ করে উনার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান।

এসময় আব্দুল কাইয়ুম মৃধার পরিবারের পক্ষ থেকে উনার বড় ছেলে সাবেক জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিলন মৃধা এক আবেগঘন বক্তব্যে পরিবারের পক্ষ থেকে উনার জানা-অজানা সকল কর্মকান্ডের জন্য যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে ক্ষমা চান। এবং উনার জন্য সবার দোয়া কামনা করেন।

উল্লেখ, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব হাজী আব্দুল কাইয়ুম মৃধা স্যার অসুস্থতাজনিত ও বার্ধক্যজনিত কারণে ৩ জুলাই রাত সারে তিনটার সময় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

উনি দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কর্মজীবন শেষ করার পরেও সাতগাঁও মাদ্রাসার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

তিনি মৃত্যুকালে ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, হাজার হাজার ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে যান।