শনিবার সন্ধ্যা ৭ টায় তাদের হাঁপানিয়া নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনা স্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয়রা সমস্যার সৃষ্টি করলে ঘটনা স্থলে সেনাবাহিনীর টিম উপস্থিত হয়। পরে সেনা বাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতদের প্রথমে সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভাইরাল হওয়া ফেসবুক ভিডিও থেকে দেখা যায় প্রথমে বৃদ্ধ শাশুরী কাঞ্চন খাতুন (৭৫)কে পুত্রবধু সোনালী জঞ্জলে ফেলে পারপিট করছে। দ্বিতীয় দফায় পুত্র নজরুল ইসলাম মাকে গলা টিপে ধরছে। এক পর্যায় ছেলে মাকে উঁচু তরে তুলে মাটিতে ফেলে দিচ্ছে। বৃদ্ধ মা চিৎকার করে কান্না করছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠতে থাকে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, বৃদ্ধ মাকে মারপিটের ঘটনায় ছেলে ও পুত্র বধুকে আটক করা হযেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।