বেনাপোলের আলোচিত টিকটকার সুলতানা ইয়াসমিন মাহি (২৯) যশোরে আত্নহত্যা করেছে। মঙ্গলবার ভোরে সে যশোর শহরের একটি ভাড়াটিয়া বাসায় ফ্যানের সাথে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। একাধিক বিবাহের মাহি আত্নহত্যা করেছে না তাকে কেউ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এনিয়েও চলছে আলোচনা সমালোচনা।
মাহি বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের রবিউল ইসলাম টাইগার এর মেয়ে।
স্থানীয়রা জানায়, মাহি এর আগে দুবাই ছিল। সেখান থেকে এসে সে প্রথমে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে ভাড়া থাকে। এবং সেখান থেকে সে টিকটক করে বেশ আলোচনা সমালোচনায় আসে। এরপর সে বিয়ে করে যশোর ভাড়া থাকে। তবে সে নিজে আত্নহত্যা করেছে না তাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এটা তদন্ত করলে বেরিয়ে আসেব।
স্থানীয় রুবেল চৌধুরী জানায়, মাহি ভারতের মোম্বাই, হায়দ্রাবাদ এরপর দুবাই ঘুর দেশে এসে টিকটক করে আলোচনায় আসে। তবে জানাগেছে সে একাধিক বিবাহ করেছে।
বেনাপোল পোর্ট থানার এ এস আই রিয়াজ হোসেন বলেন থানায় কোন অভিযোগ আসেনি।