জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ বুধবার (১৪ মে) সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি শুরু করেছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ বুধবার (১৪ মে) সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি শুরু করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কলম বিরতি চলবে বলে জানাগেছে।
উল্লেখ্য মঙ্গলবার (১৩ মে) আগারগাঁও এনবিআরের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা ্আগামী তিন দিনের কলম বিরতির ঘোষণা দেন। নুতন অধ্যাদেশ বাতিলের দাবি আদায় না হলে ১৭ মে নতুন কর্মস‚চি ঘোষণা দেই।
এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টম হাউসে কর্তকর্তা-কর্মচারীরা কলম বিরতি শুরু করায় স্থবির হয়ে পড়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। যে কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ পণ্য খালাস বন্ধ রয়েছে। 
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বেনাপোল কাস্টমসের কলম বিরতির কারনে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন করতে না পারায় আমদানি কারকরা ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া  প্রতিদিনের যে রাজস্ব লক্ষ্যমাত্রা থাকে তা আজ অর্জিত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। সমাধানে দ্রæত পদক্ষেপ নেওয়া জরুরী। 
সিঅ্যান্ডএফ কর্মচারি আল মাহফুজ  বলেন,আজ সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসের পক্ষ থেকে প্রধান ফটকে ঝুলিয়ে দেয়া হয়েছে কলমবিরতির ব্যানার। সকালে অফিসের কার্যক্রম ৯ টায় শুরু হলেও কোন কর্মকর্তা কর্মচারীকে টেবিলে দেখা যায়নি। তবে শুল্ক ভবনের ছয় তলায় কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনের পরবর্তী কর্মস‚চি নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে।
এদিকে এ আন্দোলন কর্মসূচির ব্যাপারে বেনাপোল কাস্টমসের উদ্ধোতন কোনো কর্মকর্তা মিডিয়াকে বক্তব্য দিতে রাজি হয়নি।