দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে চোটে পড়েন নেইমার, যদিও সেটি গুরুতর ছিল না। তবে চোটকে কারণ দেখিয়ে ব্রাজিল দলে তাকে রাখেননি কোচ। দল থেকে বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি মন্তব্য উসকে দিয়েছে বিতর্ক। তারকা এই ফুটবলার জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দলে তার না থাকার কারণ চোট নয়।
সোমবার ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের জার্সিতে পুরো ৯০ মিনিট খেলেন নেইমার। গোলশূন্য ড্রয়ের পর ম্যাচশেষে তিনি বলেন, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে এটা যে মারাত্মক কিছু না তার প্রমাণ হলো আজ আমি খেলেছি।’
ব্রাজিল দল থেকে নিজের বাদ পড়া নিয়ে নেইমার বলেন, ‘সম্পূর্ণ টেকনিক্যাল কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত। যেহেতু আমি এখন দলের বাইরে তাই বাইরে থেকেই দলকে সমর্থন করতে হবে।’