গনঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ শনিবার বিকেল ৫ টায় মহিলা কলেজ রোড সংলঘ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃসাকিল আহম্মেদ, ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ও সবুজ হাওলাদার,উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, পটুয়াখালী জেলার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন প্রমুখ। এ সময় বক্তারা নূরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাশ্তি দাবি করেছেন।