কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি'র সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন-২০২৫ উদ্বোধন উপলক্ষে শিক্ষক এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার সদর হাসপাতাল সড়ক সংলগ্ন মাকসুদা আজিজ ফাউন্ডেশন লাইব্রেরীতে Community Advanced Development Association (CADA) এর সহযোগিতায় ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির আয়োজনে আগামী (৫ এপ্রিল) মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি'র সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন ২০২৫ উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়।
সভায় মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ডাঃ মেফতাউল ইসলাম মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আইডিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ মাহফুজার রহমান মারুফ, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি'র রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা, মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আমজাদ হোসেন, কোর মেম্বার মতিয়ার রহমান মুরাদ, মাই টিভি প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সি: সহ সভাপতি এফ কে আশিক, সাধারণ সম্পাদক খালেদ হাসান, রিপোর্টর্স ইউনিটি যুগ্ন আহ্বায়ক আবু সুফিয়ান পারভেজ, সদস্য সচিব এস এম মনিরুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সমাজে শৃঙ্খলা, সময়নিষ্ঠতার গুরুত্ব, ব্যক্তিগত এবং সামাজিক উন্নয়নের প্রভাব ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।