নেত্রকোনার ওয়ার খাল এখন ফসলি জমিতে পরিণত হয়েছে। এক সময় ওই ওয়ার খালের পানি দিয়ে আশপাশের ২০/২৫ একর জমি চাষ করা হতো। এখন পলি জমে খাল ভরাট হওয়ায় ফসলি জমিতে পরিনত হয়েছে। তবে এলাকাবাসীর দাবি ওয়ার খাল খনন করা হলে বোরো মৌসুমে কৃষি জমিতে পানি দেয়ার সমস্যা হবে না। কৃষক হবে উপকৃত। উপজেলার চানগাঁও ইউনিয়নে এ খালটি উপস্থিত । মঙ্গলবার সরজমিন গেলে দেখা, শতবর্ষের এ খালটি পলি মাটি পড়ে সমতল ভূিমতে পরিণত হওয়ায় ফসলি জমিতে পরিণত হয়েছে। কোন কোন জায়াগায় খালের চিহ্ন থাকলেও পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। মূলত এই খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে গণেশের হাওর হয়ে মগড়া নদীতে প্রবাহিত হয়। এক সময় সেচ মৌসুমে খালের জমানো পানি দিয়ে কৃষকরা জমি আবাদ করত। খালটি পলি মাটিতে বন্ধ হয়ে যাওয়ায় কৃষকের ২০/২৫ একর জমিতে পানি দিতে পারছে না। প্রতি বছরেই এমন ঘটনা ঘটে। এলাকা বাসির দাবী খালটি দ্রুত খনন করে কৃষি কাজে সহায়তা করতে পারলে কৃষক অনেক উপকৃত হবে। চান গাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল আলম তালুকদার বলেন, শতবর্ষেরর ওয়ার খাল এখন সমতল ভূমিতে পরিনত হয়েছে। এলাকার কৃষকের কথা চিন্তা করে এ খালটি খননের জন্য উপজেলা প্রশাসনের নিকট প্রস্থাব পাঠাব।