মৌলভীবাজারের ৮নং মনসুরনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) মনসুরনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের জামায়াত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান।
যুব বিভাগের সেক্রেটারি মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজেদ আহমদ, যুব বিভাগের সভাপতি খালেদ আহমদ, সহ-সভাপতি রিপন মিয়া, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হামিদ, ফয়ছল আহমদ, প্রবাসী দায়িত্বশীল আব্দুস শহিদ জহির প্রমুখ।
প্রধান অতিথি আব্দুল মান্নান রমজানের মর্যাদা সম্পর্কে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের আলোকে আলোচনা করেন। তিনি বলেন, "রমজান মাসের মর্যাদা সম্পর্কে পবিত্র কালামে হাকিমে বলা হয়েছে, রমজান মাস এমন একটি মাস যে মাসে আল কুরআন নাজিল করা হয়েছে; যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী। আর রমজান মাস এমন একটি মাস যে মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং আর উন্মুক্ত করা হয় জান্নাতের দরজাগুলো। হাদিসে কুদসীতে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ তা’য়ালা বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেবো। অন্যত্র বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সাথে রমজান মাসে রোজা রাখতে আল্লাহ তা’য়ালা তার অতীতের সকল গোনাহ মাফ করে দেবেন। তাই মাহে রমযানে আমাদের উদাসীন থাকার সুযোগ নেই বরং রমযানের মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিতে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। প্রতিদান স্বরূপ আল্লাহ আমাদেরকে জান্নাতের নিয়ামত দান করবেন। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমযানের শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানান।"
বিশেষ অতিথির বক্তব্যে আবুর রাইয়ান শাহিন রমজান মাসের শ্রেষ্ঠত্ব তুলে ধরে বলেন, "রমজান মাস শ্রেষ্ঠ মাস। এজন্যই শ্রেষ্ঠ যে, এ মাস আল্লাহর তা’য়ালার হিসাব গ্রহণে শ্রেষ্ঠ মাস। আর এ মোবারক মাসে মহান আল্লাহ তা’য়ালা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন। যা বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ। তাই এ মাসে বরকতকে কাজে লাগিয়ে সকলকে আত্মগঠন ও তাক্বওয়া অর্জনে ব্রতী হতে হবে। তিনি মাহে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।" ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম জানান, প্রায় পাঁচ শতাধিক মানুষকে নিয়ে সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।