মাদকমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য স্লোগানে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য স্লোগানে।সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার আয়োজনে পুন্ড্র ডিবেটিং ক্লাব, সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার ব্যবস্থাপনায় মাদকদ্রব্য বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আব্দুল হাই বিভাগীয় প্রধান ভূগোল ও পরিবেশ বিভাগ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার উপাধ্যক্ষ , প্রফেসর মোঃ আব্দুল লতিফ সম্পাদক শিক্ষক পরিষদ স.আ.হ.ক । জনাব মোঃ রাজিউর রহমান উপ-পরিচালক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক মন্ডলী ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিতর্কের বিষয় ছিল “সমন্বিত সামাজিক প্রতিরোধই পারে মাদক নিয়ন্ত্রণ করতে” বিতর্কে যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো পক্ষ দল ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ ও বিপক্ষ দল কাজী মোতাহার হোসেন  উক্ত বিতর্কে দুটি দল যুক্তি তর্ক উপস্থাপনা করে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ দলকে হারিয়ে কাজী মোতাহার হোসেন দল বিজয়ী হয়। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক মোছাঃ তসলিমা খাতুন সমাজবিজ্ঞান বিভাগ । ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ও পুন্ড্র ডিবেটিং ক্লাব এর প্রধান সমন্বয় মোস্তফা কামাল সরকার। বিতর্কের মডারেটরের দায়িত্ব পালন করেন পুন্ড্র ডিবেটিং ক্লাবের সভাপতি জাহিদ হাসান ও সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন দপ্তর সম্পাদক মোছাঃ মীম। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন পুন্ড্র ডিবেটিং ক্লাবের নির্বাহী কমিটির সদস্য সহ সাধারণ শিক্ষার্থী। উক্ত অনুষ্ঠানে মাদকদ্রব্য অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক জনাব মোঃ রাজিউর রহমান বিতার্কিকদের হাতে পুরষ্কার তুলে দেন । এবং সকল শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে থাকর উপদেশ  দেন।এবং সমন্বিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলেন ।