গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে ২০২২ সালে হতদরিদ্র মানুষের জন্য ঈদ-উল আযহার ভিজিএফ এর চাল আত্নসাত অভিযোগ গত ১ লা ডিসেম্বর উক্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অনুসন্ধানে গেলে সাংবাদিকদের সহায়তা করায় ভূমিহীন নেতা আঃ সালামকে মারপিট ও সাংবাদিকদের লাঞ্চিতকারী সন্ত্রাসী দুদু মেম্বরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ওয়ার্কার্স পাটির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২ টায় গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পাটির আয়োজনে উপজেলা পরিষদ রোডে উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এম এ মতিন মোল্লার সভাপতিত্বে এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পাটির পলিটব্যুরো সদস্য ও জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ,উক্ত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লূৎফর রহমান, গাইবান্ধাা জেলা যুবমৈত্রীর সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, উপজেলা যুবমৈত্রীর সহ সভাপতি মুকুল হোসেন, ভুক্তভোগি শালমারা ইউনিয়নের ভূমিহীন নেতা আঃ সালাম।

এ ছাড়া সংহতি জানান, উপজেলা বাসদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আল মাবুদ লিটন, উপজেলা কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক। নেতৃবৃন্দ বলেন, গরীব মানুষকে ঠকিয়ে ও নির্যাতন করিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। তাই ভূমিহীন নেতা আব্দুস সালামকে নির্যাতনকারী ইউ'পি সদস্য দুদু মিয়াকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।