মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বেড়ে চলা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মোংলায়। রবিবার (৯ মার্চ) দুপুর ২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর মার্কেট এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘বিচারহীনতার সংস্কৃতি মানি না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’-সহ নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। সমাবেশে বক্তারা বলেন, “দেশজুড়ে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। প্রশাসনকে দ্রুত ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে, যাতে এই ধরনের ঘৃণ্য অপরাধ রোধ করা যায়।” তারা আরও বলেন, “বর্তমানে দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। না হলে আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, যা তাদের নাগরিক অধিকারের লঙ্ঘন।” সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। তারা বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। প্রশাসনের এই দুর্বলতা প্রমাণ করে যে, জনগণের নিরাপত্তার প্রতি সরকারের উদাসীনতা রয়েছে।” বিক্ষোভ সমাবেশে বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো. জিয়াদ ইসলাম তন্ময়, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শুভসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মোংলায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শেয়ার করুন

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বেড়ে চলা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মোংলায়



