র্যাব জানায়, গত ৪ আগস্ট ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সাইদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান এস আর কর্পোরেশন-এর লকারে রাখা ৪৫ লাখ ৩০ হাজার টাকা ডাকাতি হয়। দুপুরে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে দোকানে প্রবেশ করে ম্যানেজার ও কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে টাকা নিয়ে পালানোর সময় ব্যাগটি পড়ে যায়। এ ঘটনায় পল্টন থানায় মামলা রুজু হয়।
পরে ২৯ আগস্ট রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মামলার অন্যতম আসামি চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬) কে গ্রেফতার করে র্যাব-৩। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
মোঃ আব্দুল মান্নান (৩২), ভোলা
মোঃ শাহিদুর রহমান (৪১), ঢাকা দোহার
মোঃ আব্দুল্লাহ (৪৪), সিলেট শিবগঞ্জ
মোঃ নয়ন মিয়া (৪০), গাজীপুর কালিগঞ্জ
মোঃ রুবেল (৪৩), গাজীপুর
র্যাব-৩, সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।