এসময়ে আয়োজকরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর সাধন কর্মকার কর্তৃক "শশীভুষন দাতব্য চিকিৎসালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন বাঁকা বাজার উপস্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর ভেদ করে হাসপাতালের জমি দখলের পায়তারা করছে। এরই প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
সভায় সভাপতিত্ব করেন রাড়ুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম নাজির আহমেদ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক।
এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মোড়ল, খুলনা জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, ইউনিয়নের সাবেক জয়েন্ট সেক্রেটারি গাজী মুনসুর আলী গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সিরাজসহ বিএনপি নেতা মজিদ মিস্ত্রি, আব্দুস সামাদ আজাদ বাবু, মোঃ কামাল উদ্দিন কাবুল, এসএম গোলদার, নুর জোয়ার্দার খোকন, আজমির মোড়ল, মোস্ত, মোস্তাক প্রমুখ। পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য আব্দুল কুদ্দুস মোড়ল, যুবদল ইকবল হাসান, রাসেল, আশরাফুল, হান্নান, জিয়া, ছাত্রদল নেতা হাবিবুল্লাহ গাজী, আহাদ, সরদার,মিরাজ, ইকবল,আহাদ, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিজ্জাদ গাজী, ইজিবাইক সেক্রেটারি মোঃ ইয়াছিন আলী সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হাসপাতালের জমি দখলের পায়তারা বন্ধের পাশাপাশি আওয়ামীলীগের দোসর সাধন কর্মকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।