মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মেহেদী হাসান।
দেশের সকল সরকারি ভবন, স্কুল ও মাদ্রাসার ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগটি সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিদুৎসাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। যার মাধ্যমে প্রতিটি সরকারি ভবনে নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা তৈরি করা যাবে, যা পরিবেশবান্ধব এবং টেকসই।একই সাথে এর মাধ্যমে দেশীয় জ্বালানি সম্পদ এবং প্রকৃতির উপর চাপ কমানো সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প নেই। আপাতদৃষ্টিতে এই পদক্ষেপটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের দিকে একটি বিশাল অগ্রগতি। এটি শুধু জ্বালানি ক্ষেত্রে অগ্রগতি নয়, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা যায়।
বিশেষ অতিথি বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই কর্মসূচির লক্ষ্য অর্জনে আমাদের সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিস্তারিত ধারণা প্রদানের জন্য আমরা দেশের প্রত্যেকটি বিভাগে এ কর্মসূচির উপর প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যাতে করে এই কর্মসূচিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ জায়গায় কি করণীয় ,সে বিষয়ে ধারণা পেতে পারে।
এছাড়াও প্রশিক্ষণ আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।