রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত খুলনা জেলার কয়রা উপজেলার শিক্ষার্থী নিয়ে গঠিত রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (রুসাক) ২০২৪ সালে ১ বছরের জন্য নেতৃত্বে সভাপতি মোঃ রাজিবুল্লাহ ও সাধারণ সম্পাদক রুহিত মাহাতো
খুলনা জেলার কয়রা উপজেলা থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ের প্রতি বছর অনেক শিক্ষার্থীর ভর্তি হয় । রুসাকের কাজসমূহ ভর্তি পরিক্ষায় সময় পরীক্ষার্থীর আবাসন বা থাকার ব্যবস্থা করা, জেলা সমিতির সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকা, নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান, সবাই মিলে কেনো শিক্ষার্থীর সমস্যা হলে সমাধানের চেষ্টা করা।এছাড়া রুসাকের ১ বছরের কমিটির সহ সভাপতি বাদশাহ হোসেন,সাংগঠনিক সম্পাদক- তৌহিদুল ইসলাম ফাহিম , যুগ্ম সাধারণ সম্পাদক - মহিবুল্লাহ,মফিজুর ইসলাম।কোষাধ্যক্ষ - জিল্লুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক -নুর আলম, আয়েশা সিদ্দিকী দপ্তর সম্পাদক - কাজল ঢালী, ক্রীড়া,শিক্ষা ও সাহিত্য সম্পাদক - রবিউল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক -জাহিদ হাসান,দূর্যোগ বিষয়ক সম্পাদক সাগর দাস।রুসাকের প্রধান উপদেষ্টা ডঃ মুহাঃ বিলাল হুসাইন (প্রফেসর, আরবি বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন -আমরা সবায় মিলে রাজশাহীর বুকে এক টুকরা কয়রা, সবাই সবার যেকোনো সমস্যা একযোগে সমাধান চেষ্টা করবো,তাছাড়া কয়রা উপজেলাতে বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কে সেমিনার ও প্রাক্তনদের নিয়ে রুসাকে আরো এগিয়ে নিয়ে। সবার ভিতর মা মাটির বন্ধন অটুক থাকুক।