চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নানান অপ্রত্যাশিত ঘটনা যেন থামছেই না। বাংলাদেশ যেন এক বিশৃঙ্খল শিকলে বেঁধে দিয়েছে। এক দিকে বৈষম্য বিরোধী আন্দোলন, অন্যদিকে সরকারের উন্নয়ন এবং দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে বিভৎস রুপে প্রতিকৃত হচ্ছে।
চলমান অস্থিরতাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির সম্বন্ধিত দীর্ঘ পরিকল্পনার বাস্তবায়ন বলে দাবি করে লক্ষ্মীপুর জেলা যুবলীগ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ৩১ জুলাই বুধবার জেলা শহরের বাগবাড়ী এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়োজীদ ভূইয়া।
যুবলীগের কর্মসূচিটি উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন নেতাকর্মীরা। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জালাল উদ্দীন রুমি, এবিএম গোফরান বাবু, ও সোহাগ পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন বর্তমান সরকার উন্নয়নে ব্যস্ত তখন ঘাপটি মেরে থাকা বিএনপি, জামাত শিবির সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্রের মেতে উঠেছে। দেশের মানুষ প্রধানমন্ত্রীর ও বাংলাদেশ আওয়ামী লীগের উপর আস্থা রেখে বিএনপি জামাত শিবিরের দেশ বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলা করছে। এসময় নেতা কর্মীদের মাঠে সচ্ছল থেকে বিএনপি জামাত শিবিরের নৈরাজ্য মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা।