গত ১৪ ফেব্রুয়ারি 'লাইট হাউজ ফাউন্ডেশন' এর বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান মালায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন ও মফিজ ইমাম মিলন। জনগনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ কুমার সাহা, হাফিজুর রহমান ও গোলাম কবির তাদেরকে সহযোগিতা করেন ডাঃ নিলয়, মিলন ও রিজওয়ান।

সকাল ৯ টা থেকে রোগীদের নিবন্ধন শুরু হয়। ১০ টায় আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়, কাজী এজাজ এর সভাপতিত্বে, ডাক্তার মজনু র সঞ্চালনায় প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে। শুরুতেই ভার্চুয়ালি সংযুক্ত লাইট হাউজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব রমজান আলী (আমেরিকা থেকে) ও ফাউন্ডেশনের অন্যতম শুভ চিন্তক রোকেয়া পারভিন (কানাডা থেকে) তাদের বক্তব্য রাখেন। রোকেয়া পারভিন তার বক্তব্যে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এক্ষেত্রে তার সহযোগীতার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি এই প্রতিষ্ঠান থেকে অটিজম এর উপরে ও কাজ করার পরামর্শ দেন এবং এ ক্ষেত্রে তার সকল বিশেষায়িত জ্ঞানের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রমজান আলী তার স্বপ্নের ব্যপ্তি আলোচনা করেন। তিনি বলেন দরিদ্র জনগণের সেবার উদ্যেশ্যেই তিনি এই প্রতিষ্ঠানটি গঠন করেছেন এবং এই প্রতিষ্ঠানকে ঘিরেই তার সকল ইচ্ছা, স্বপ্ন, পরিকল্পনা। তিনি স্বীকার করেন যে তিনি তার আয় থেকে সংসার খরচের টাকা রেখে বাকি সব অর্থ এই প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করেন । তিনি চান তার সকল সক্ষমতা দিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে, যাতে তার মৃত্যুর পরেও সাধারণ জনগণ এই প্রতিষ্ঠান থেকে সেবা পেতে পারে। এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

অধ্যাপক আব্দুস সামাদ এই কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সুদূর প্রবাস থেকে প্রেরিত এই অর্থ যেন যথাযথ ব্যবহার হয় সেদিকে নজর রাখতে বলেন। তিনি তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অধ্যাপক আলতাফ হোসেন তার ছাত্র রমজান আলীর এই কর্মযজ্ঞে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
লাইট হাউজ ফাউন্ডেশনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার জন্য ১৫ জন কে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের বার্ষিক কার্যক্রম এর বিবরণী উপস্থাপন করা হয় এবং ভবিষ্যত পরিকল্পনাও উপস্থাপিত হয়। এপর্যায়ে সভাপতি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

এরপর শুরু হয় রোগীদের চিকিৎসা সেবা প্রদান। বিশেষজ্ঞ চিকিৎসকগন ১১ টা থেকে বেলা ৫ টা পর্যন্ত এই সেবা পরিচালনা করেন। মাঝে নামাজ ও দুপুরের খাবার এর বিরতি দেয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতা করেন প্রতিষ্ঠানের চিকিৎসক গন। আজকের চিকিৎসা পরামর্শের জন্য কোনো ফি নেয়া হয়নি, শুধুমাত্র নাম রেজিস্ট্রেশন এর জন্য ২০ টাকা করে নেয়া হয়। সকল রেজিস্ট্রেশন কৃত দের রক্তচাপ মাপা, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের সুগার লেভেল পরীক্ষা করা হয়েছে। যাদের ফিজিওথেরাপি প্রয়োজন তাদেরকে বিনামূল্যে থেরাপি প্রদান করা হয়েছে।

লাইট হাউজ ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম এর মধ্যে রয়েছে 
ক) ফিজিওথেরাপি সেন্টার যেখানে সব রোগীর জন্য ফিজিওথেরাপির ব্যবস্থা রয়েছে। সদস্যদের জন্য রয়েছে ছাড়, বিশেষ করে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও রয়েছে।
খ) মেডিসিন সেন্টার। এখান থেকে ঔষধ বিক্রয় করা হয়। লাইট হাউজ ফাউন্ডেশন সদস্যদের জন্য ১০% মূল্য ছাড় এবং হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে। অসহায় এবং মূল্য পরিশোধে অক্ষম দের জন্য আরো সুযোগ সুবিধা ও চালু রয়েছে।
গ) ফিজিওথেরাপি সেবা নেয়ার জন্য আবাসিক ব্যবস্থা করা হয়েছে। যেখানে দুরদুরান্ত থেকে আসা রোগীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং সেটাও অত্যন্ত সুলভে। এক্ষেত্রে ও দরিদ্রদের জন্য সুযোগ সুবিধা রয়েছে আলাদা করে।
ঘ) হস্তশিল্প কেন্দ্র। দরিদ্র ও অসহায় মহিলাদের হস্তশিল্পে উৎসাহ ও প্রণোদনার মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে সহযোগিতা করা। তাদের করা বিভিন্ন হস্তকর্ম দেশে ও বিদেশে বিপণন এর ব্যবস্থা করা।
এছাড়া আরো কিছু কার্যক্রম শুরু করতে যাচ্ছে লাইট হাউজ ফাউন্ডেশন।