শার্শা উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।

আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা শার্শায় অবৈধ ইজিবাইক, ট্রাক্টর, নসিমন, করিমন  সহ নানা ধরনের কাগজপত্র বিহীন গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনা ঘটছে, বেনাপোল চেকপোষ্ট এলাকায় ছিনতাই, মাটি বালূ কাটা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  

তবে সার্বিক আইন শৃঙ্খলা বিগত আওয়ামীলীগ সরকারের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে সে বিষয় ও বিএনপি ও জামাত নেতারা উল্লেখ করেন। নেতারা বলেন, বিগত সরকারের সময় বাড়ি থেকে বের হয়ে নিরাপত্তা ছিল না। রাস্তা ঘাটে যে খানে সেখানে আওয়ামী সন্ত্রাসীরা মারধর করত। সেগুলো থেকে বর্তমান পরি¯ী’তি ভাল। তবে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না তাও আমরা এড়িয়ে যেতে পারি না। এগুলো যাতে না হয় তা আমরা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ঠিক করতে হবে। এছাড়া অবৈধ ভাবে হেলমেট বিহীন এবং স্কুল কলেজ গামী ছেলেরা বেপরোয়া মোটারসাইকেল চালিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে এগুলোও দেখতে হবে।

সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাইওয়ে পুলিশ এর ইনচার্জ রোকনুজ্জামানকে অবৈধ গাড়ি প্রধান সড়কে যাতে চলাচল না করে সে বিষয় নির্দেশনা দেন। এছাড়া বালি ও মাটি যেন ফসলি জমি থেকে উত্তোলন করা না হয় তাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। বেনাপোল চেকপোষ্ট এলাকায় যে সব ছিনতাই এবং পাসপোর্ট যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করা হয় তা অত্যান্ত রাষ্ট্রের জন্য লজ্জাসকর বিষয়। এ বিষয়টি দ্রুত সমাধানের জন্য বেনাপোল পোর্ট থানাকে নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক যশোর-১ (শার্শা) আসন এর সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা জামতের মজলিস এ সুরা সভাপতি মাওলানা আজিজুর রহমান শার্শা উপজেলা  সহকারী কমিশনার (ভুমি) শওকত মেহেদী সেতু, প্রকল্প অফিসার শাহরিয়ার রঞ্জু, বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া, শার্শা থানা ওসি রবিউল হোসেন, হাইওয়ে ওসি রোকনুজ্জামান বিজিবি প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।