রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার জাতীয় অনলাইন প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি এশিয়ান টেলিভিশন ও বগুড়া থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকাসহ গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “এক কৃষকের বসত বাড়ি ভাংচুরের অভিযোগ উঠছে” মর্মে যে সংবাদ প্রকাশিত হয়। তা উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন।
প্রকৃত ঘটনা এই যে, কৃষক ওহাব এর স্ত্রী ছকিনা বেগম এর নিকট থেকে দোপাড়া মৌজার ৮২৩ নং খতিয়ানের ৫৫৭ নং দাগের সোয়া দুই শতক জমি আমি ক্রয় করি। আমার প্রতিপক্ষ ছকিনা বেগম ও তার স্বামী অসহায় হওয়ায় এবং তাদের মাথা গোজার মত ঠাঁই না থাকায় মানবিক দিক বিবেচনা করে তাদেরকে আমার ক্রয়কৃত জায়গায় বসবাস করার জন্য সুযোগ করে দেই। ছকিনা বেগম সতীন মঞ্জুয়ারা বেগম অভাবের তাড়নায় কোন কাজ না থাকায় এবং আমাদের প্রতিবেশী হওয়ার কারণে আমি তাকে আমার বাড়ীতে গৃহকর্মী হিসাবে কাজ করার সুযোগ করে দেই এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করি। দীর্ঘদিন পূর্বে মাটি দ্বারা বসত বাড়ি নির্মাণ করায় বর্তমানে টিউনের ছাউনীতে মরিচা ধরে নষ্ট হয়েছে এবং বসবাস করার অনুপযোগী হয়ে দাড়িয়েছে। বিধায় প্রতিপক্ষরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে যে কোন সময় মাটি দেয়াল ধ্বসে প্রাণহানির মত ঘটনা ঘটতে পারে। বিষয়টি আমার নজরে আসলে আমি ক্রয়কৃত জায়গায় জড়াজীর্ণ বসত বাড়ি সংস্কার করার প্রয়োজনীয়তা অনুভব করি। সেই মোতাবেক ২ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকার সময় আমার জায়গায় জড়াজীর্ণ বাড়ি সংস্কার কাজ করতে থাকি। এলাকার কিছু স্বার্থন্বেশী মহলের কু-প্ররোচনায় আমার প্রতিপক্ষরা আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে এবং ভিত্তিহীন উদ্দেশ্যে মূলক সংবাদ পরিবেশন করেন। প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে থানা পুলিশ কেউ মিথ্যা তথ্য দিয়ে ঘটনাস্থলে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আমার কাগজপত্রাদি পর্যালোচনা করেন। এর পরেও প্রক্ষিপক্ষরা ক্ষান্ত না হওয়ায় ওহাব আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে পুনরায় সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদপত্র সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে আমি আমার ক্রয়কৃত জায়গা বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি। সেই সাথে সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য উত্থাপন করে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন সংবাদ ও সাংবাদিক সম্মেলন করায় আমি ভিত্তিহীন সংবাদ সম্মেলনের ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।
আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য। প্রতিপক্ষ আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তাকে অনুরোধ করবো গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এবং প্রশাসনকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে কোন মিথ্যা তথ্য সরবরাহ করবেন না। যদি আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য সরবরাহ করেন এবং আমার সম্মানহানি করার চেষ্টা করেন তাহলে প্রতিপক্ষের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবো।