মৌলভীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শিবিরের সাবেক, বর্তমান, শহর ও জেলা দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় (ভ্রাতৃশিবির) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিকেল ৪টায় মৌলভীবাজার শহরের খানদানি রেস্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলীর সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ তালুকদার, সাবেক জেলা সভাপতি আজিজ আহমেদ কিবরিয়া, সাবেক শিবির দায়িত্বশীল সৈয়দ তারেকুল হামিদ, সাবেক শিবির দায়িত্বশীল আলাউদ্দিন শাহ, সাবেক জেলা সভাপতি ও জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল  মাওলানা আব্দুল হক,  সাবেক কেন্দ্রীয় বিভাগীয় সদস্য আব্দুল কুদ্দুস নোমান, সাবেক হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা ও শহর সভাপতি  তাজুল ইসলাম, সাবেক শহর সভাপতি ফখরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি  আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সাবেক জেলা ও শহর সভাপতি আব্দুল মুমিত, সাবেক শহর সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, সাবেক জেলা সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, সাবেক শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুরমান, সাবেক শহর সভাপতি মিসবাউল হাসান, সাবেক পিরোজপুর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম রুমি, সাবেক জেলা সভাপতি মোহাম্মদ আলাউদ্দীন, সাবেক হবিগঞ্জ জেলা ও মৌলভীবাজার শহর সভাপতি তারেকুল ইসলাম, সাবেক শহর সভাপতি আশরাফুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, সাবেক শহর সভাপতি জিল্লুর রহমান, সাবেক জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন, বর্তমান শহর সভাপতি তারেক আজিজ, বর্তমান জেলা সভাপতি নিজাম উদ্দিনসহ শহর ও জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জামায়াতের নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এছাড়া, রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। আলোচনা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে মাহফিল শেষ হয়।